আয়না২৪ অপরাধ
রোববার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলা শহরের কীর্তিপুর গ্রামে সৎমা আনোয়ারা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে আবু হুরায়রা মিম নামে এক কিশোর। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ কর্মকর্তারা বলেন, বাবা মশিয়ার রহমান মাকে তালাক দিয়ে আনোয়ারা নামে আরেকজনকে বিয়ে করেন। তবে ওই সংসারেই আগের স্ত্রীর ছেলে মিম ও তার ছোট ভাই থাকতেন। রোববার (১ এপ্রিল) রাতে মিমের সামনেই সৎ মা তার ছোট ভাইকে নির্যাতন শুরু করলে সইতে না পেরে এ ঘটনা ঘটায়। থানায় আত্মসমর্পণ করে কিশোর আবু হুরায়রা মিম (১৫) পুলিশকে জানায়, দিনের পর দিন মায়ের কাছ থেকে নানাভাবে নির্যাতিত হচ্ছিল দুই ভাই। তাই এই হত্যার পথ বেছে নেয় সে।
ছোটভাইয়ের ওপর এই নির্যাতন সইতে না পেরে রাতে সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সৎ মা আনোয়ারাকে হত্যা করে। এরপর সে থানায় এসে ঘটনা পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কীর্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আত্মসমর্পণকারী কিশোর পুলিশের হেফাজতে রয়েছে।
মুমূর্ষু অবস্থায় তাকে প্রতিবেশীরা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য আনোয়ারার লাশ আজ সোমবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।