বরিশাল প্রতিনিধি
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মুঠোফোন চুরির অভিযৈাগে নাসির উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযৈাগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে গণপিটুনীর শিকার হয়ে আহত নাসির ওই হাসপাতালে মারা যান। নাসির উদ্দিন বাকেরগঞ্জ উপজেলা পাদ্রীশিবপুর ইউনিয়নের আনসার উদ্দিনের ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এস আই) মো. স্বপন জানান, এক যুবক পিটিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ফেলে রাখা হয়েছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তিনি আহত নাসির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান চিকিৎসা করানোর জন্য।
এ সময় নাসিরউদ্দিন বলেন, মুঠোফোন চুরির অভিযোগে তাকে হাসপাতালের ওয়ার্ডে মারধর করার পর হাসপাতালের সামনের মাঠে ফেলে রাখা হয়। নাসিরকে উদ্ধার করে সার্জারী ওয়ার্ডে নেওয়া হলে পর তিনি সেখানে মারা যান। তবে কারা তাঁকে মারধর করেছে তা শনাক্ত করা যায়নি।এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।