বরিশাল প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ব্রিটিশ আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েক শত সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্টসহ অনান্য কাগজপত্র জব্দ করেছে। উদ্ধার অভিযান নিয়ে বুধবার দুপুরে বরিশাল নগরের পুলিশ লাইনসের ইন সার্ভিস সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদ পেয়ে বানারী থানার পুলিশের একটি দল বরিশালের বানারীপাড়ার ইলুহার গ্রামে অভিযান চালায়। এসময় জাল দলিল প্রস্তুতের হোতা মহুরী আ. মন্নান তালুকদারকে আটক করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বরিশাল নগরের চকবাজার এলাকা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জের আলিমাবাদ গ্রামের বাবুল চৌকিদার , নগরের বগুড়া রোড থেকে উজিরপুরের কেশবকাঠী গ্রামের শাহজাহান হাওলাদার ও আগৈলঝাড়ার চাত্রিশরা গ্রামের নজর আলী মৃধাকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জাল দলিলম মৌজা নকশা, পর্চা, বিভিন্ন মুল্যের স্ট্যাম্প ফলিও, বাংলাদেশের বিভিন্ন আদালত , ভূমি অফিস ও রেকর্ড অফিসসহ বিভিন্ন দফতরের সিল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চক্রটি দির্ঘদিন যাবত সাধারন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এরা আদালতের কাগজপত্র সিল নকল করে ভূয়া কাগজপত্র তৈরি করতো। এব্যাপারে মামলা দায়েররের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।
আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, সহকারী পুলিশ সুপার আবুল বাশার, বানারীপাড়া থানার অ ওসি খলিলুর রহমান।