আয়না২৪ ডেস্ক
দুই সাধ্বীকে ধর্ষণ মামলায় ২০ বছরের দণ্ডপ্রাপ্ত গুরমিত রাম রহিমের ছায়াসঙ্গিনী হানিপ্রীত সিং ইনসানকে আরো ১০ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ।
৯ দিন রিমান্ডে থাকার পর শুক্রবার কড়া নিরাপত্তায় হানিপ্রীত আদালতে হাজির করা হয়। আদালতে দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে হানিপ্রীতকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রোহিত ওয়াটস।
এ ছাড়া হানিপ্রীতের সহযোগী সুখদীপ কৌরকেও ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। তাদের অম্বালা কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছে।
আদালতে সরকারপক্ষের আইনজীবী জানান, সিরসা ও পাঁচকুলা সহিংসতার ঘটনায় হানিপ্রীত পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ তুলে দিয়েছেন। তাদের কাছে হানিপ্রীতের মুঠোফেন ফোন রয়েছে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাম রহিম জেলে যাওয়ার পর পালিয়ে যান হানিপ্রীত। তার খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে এবং একইসঙ্গে নেপাল-সীমান্তেও তল্লাশি চালায় দেশটির পুলিশ। ৩৮ দিন পুলিশের চোখ এড়িয়ে থাকা হানিপ্রীত গত ৩ অক্টোবর পাঞ্জাবের জিকাপুর-পাতিয়ালা রোড থেকে গ্রেপ্তার হন।
গত ২৫ আগস্ট জোড়া ধর্ষণ মামলায় কথিত ধর্মগুরু রাম রহিম ইনসান দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচকুলা, সিরসাসহ হরিয়ানা ও দিল্লির বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। এতে ৪১ জন নিহত ও অন্তত পাঁচ শতাধিক লোক আহত হন ।