• Home  / 
  • অপরাধ  / 

তালতলী উপজেলা যুবদলের আহবায়ক ১৯৮ টি ইয়াবা বড়িসহ আটক

জানুয়ারি ২৭, ২০১৮
Spread the love

আমতলী প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলা যুবদলের আহবায়ক  ছগির উদ্দিন হাওলাদারকে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ১৯৮ টি ইয়াবা বড়িসহ আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা।  তালতলী রাখাইন পাড়ার একটি ওষুধের দোকানের সামনে তাকে  আটক করা হয়।  আজ শনিবার সকালে ছগিরকে র‌্যাব সদস্যরা তালতলী থানায়  সোপর্দ করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, উপজেলার যুবদলের আহবায়ক  ছগির উদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সদস্যরা তালতলী রাখাইনপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময়  ছগির উদ্দিন হাওলাদারকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ১৯৮ টি ইয়াবা বড়ি উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি  মনসুর আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার আসামি ছগির  হাওলাদারকে আমতলীিউপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের  আদালতে হাজির করা হলে  বিচারক মো. হুমায়ূন কবির তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।