বরিশাল প্রতিনিধি
বরিশালের উজিরপুরের হারতায় ১০৫ টাকা চুরির অভিযোগে করা নির্যাতনে সপ্তম শ্রেণির ছাত্র সৈকত হাওলাদার (১১) মারা গেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সোমবার বিকেলে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে সৈকতের দাফন সম্পন্ন হয়।
নিহত সৈকত হাওলাদার নাথারকান্দি গ্রামের হতদরিদ্র কৃষক নজরুল হাওলাদারের ছেলে এবং নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এদিকে সৈকতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
নিহতের স্বজনরা জানান, পড়াশোনার খরচ চালাতে সৈকত দিনমজুরের কাজ করতো। গত ৪ মে পার্শ্ববর্তী সোহাগ গোমস্তার বাড়িতে কাজে যায় সৈকত। সে সময় ১০৫ টাকা চুরির অভিযোগে সোহাগ গোমস্তা ও তার ভাই মহসিন গোমস্তা, আসলাম গোমস্তা, মিজান গোমস্তাসহ কয়েকজন সৈকতকে মারধর করে। এক পর্যায়ে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। এসময় সৈকতের মাথা গাছের সঙ্গে বার বার আঘাত করা হয়। এতে সৈকত অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়।
তবে অবস্থার অবনতি হলে শনিবার রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সৈকতের মৃত্যু হয়।
এ ঘটনায় সৈকতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ করেছেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) গোলাম সরোয়ার জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।