আয়না২৪ প্রতিবেদন
গাজীপুরের কালীগঞ্জে সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৬) রবিবার রাতে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, রবিবার রাত ১০টার দিকে ফয়সাল কালীগঞ্জ পৌর এলাকার ভাদগাতী গ্রামের বাড়িতে ফিরছিলেন। তিনি বাড়ির কাছে একটি কলাবাগানের পাশে পৌছলে সন্ত্রাসীরা তাকে গুলি করে।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে তারা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রিমনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। এসময় গুলিতে আহত ফয়সাল দৌড়ে আত্মরক্ষার চেষ্টাকালে স্থানীয় কিরণ মিয়ার দোকানের সামনে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। খুনের কারণ এমুহুর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
এলাকাবাসি আরো জানায়, কালীগঞ্জ পৌর এলাকার ভাদগাতী গ্রামের সাইদুল ইসলাম উরফে মোসলে উদ্দিন মাস্টারের ছেলে রিমন (২৮) এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।