আমতলীতে খাস জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

সেপ্টেম্বর ৭, ২০১৭
Spread the love

আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের খাস জমির দখল নিয়ে বিরোধের জের ধরে সংর্ঘষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে ওই সংর্ঘষের পর গুরুতর আহত রাজ্জাক মৃধা (৭৫) নামে এক ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, আমতলী উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের রাজ্জাক মৃধার দখলীয় জমির মধ্যে এক একর খাস জমি ছিল। ওই এক একর খাস জমি বছর দেড়েক আগে বন্দোবস্ত আনেন তাঁর ভাতিজা সালাম মৃধা। সালাম মৃধা ওই জমি বন্দোবস্ত পাওয়ার পর তার চাচা রাজ্জাক মৃধা উপজেলার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছে।
বুধবার দুপুরে বিরোধীয় জমিতে সালাম মৃধা তার লোকজন নিয়ে চাষাবাদ করতে যায়। তার চাচা রাজ্জাক মৃধা খবর পেয়ে আমতলী থানার এএসআই কাইয়ুম মিয়া ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাতে বাঁধা দেন। এসময় পুলিশের উপস্থিতিতে সালাম মৃধা তার চাচা রাজ্জাক মৃধাকে মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই দিন বিকেলে পুনরায় সালাম মৃধা জমিতে চাষাবাদ করতে গেলে রাজ্জাক মৃধা ও তাঁর লোকজন বাঁধা দিলে তাদেরকে সালাম মৃধা, তাঁর ছেলে হাবিব মৃধাসহ ১০-১৫ জন লোক রাজ্জাক মৃধা, তার ছেলে কালাম মৃধা ও নাতি হোসেন মৃধাকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় বুধবার সন্ধ্যায় তাদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাদের সংকটজনক অবস্থায় বরিশাল শের-্ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার সকালে রাজ্জাক মৃধা মারা যান। 

আমতলী থানার পরির্দশক (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাজ্জাক মৃধার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে থানায় আনা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।