আয়না২৪ প্রতিবেদন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় সোয়াতের ‘অপারেশন ঈগল হান্ট’ সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রেস ব্রিফিংয়ে পুলিশের রাজশাহীর রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন অভিযান সমাপ্তের ঘোষণা দেন। তিনি জানান অভিযানে, জঙ্গি আবু কালাম (৩০) ও তার তিন সহযোগী আত্মঘাতী হামলায় মারা গেছে। নিহত অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, জঙ্গি আস্তানায় অবস্থানরতদের বার বার আত্মসমর্পণের জন্য মাইকের মাধ্যমে বারবার অনুরোধ করলেও তারা আত্মসমর্পণের কথায় সাড়া না দিয়ে পাল্টা বারবার আমাদের ওপর হামলা চালিয়েছে। আত্মরক্ষার্থে সোয়াত ও পুলিশও গুলি চালিয়েছে। অবশেষে আবুর স্ত্রী ও শিশু কন্যাকে আমরা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।
এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ২য় দিনের মত শুরু হয় ‘অপারেশন ঈগল হান্ট’। এর আগে ঢাকা থেকে আসা সোয়াত সদস্যরা বুধবার সন্ধ্যায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেন। পরে রাত ৯টার দিকে অভিযান স্থগিত করা হয়।