ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৫ জন
জুলাই ৬, ২০১৭আয়না২৪ ডেস্ক বুধবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাঁচ আরোহীর সবাই প্রাণ হারান। বৃহস্পতিবার জাতীয় তল্লাশি ও উদ্ধার অফিসের এক মুখপাত্র একথা জানান। বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড মিশন অ্যাভিয়েশন (এএমএ) পরিচালিত বিমানটি ওয়ামেনা থেকে ডেরাকমা যাচ্ছিল। উদ্ধারকারীরা বিমানটিকে কয়েকটি টুকরায় ভাঙ্গা অবস্থায় দেখতে পাওয়ার পর সংস্থার মুখপাত্র মারসুদি এ বিবৃতি […]