বিনোদন প্রতিবেদক
আসছে প্রতীক্ষিত ‘দেবী’! না , এটা ধরিত্রী থেকে ধরাধামে আবির্ভূত কোনো দেবী নয়। ছায়াছবি ‘দেবী’। আলোচিত এই ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা। আর এই ছবিটি কাহিনীর কারনে যতটা আলোচিত সেই আলোচনায় হাল পেয়েছে এ সময়ের তুখোড় অভিনেত্রী জয়ার কারনে। প্রয়াত কিংবদন্তী সাহিত্যিক হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমা! এতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরি। আর জয়া আহসানকে দেখা যাবে রানু চরিত্রে।
ছবিটির পরিচালনা করছেন অনম বিশ্বাস।
একমাস আগেই ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও তা একমাস পিছিয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের মাঝামাঝি মুক্তি পাচ্ছে কাংখিত এই সিনেমাটি।
ছবিটি মুক্তির আগে এখন জোরেশোরে চলছে প্রচারণা । দেবীর পোশাক এবং বিভিন্ন এই ছবির বিভিন্ন শো পিস বাজারজাতকরণেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই ছবির মাধ্যমেই জয়া আহসান প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন। এ জন্য এই ছবির মুক্তিকে ঘিরে আলাদা আবেগ কাজ করছে জয়ার।এজন্য তাঁকে অনেক সেক্রিফাইসও করতে হয়েছে।
জয়া ন বলছেন,এটি সরকারি অনুদানের চলচ্চিত্র।তাই নিজের পারিশ্রমিকের কথা ভাবিনি। এর বাইরেও বেশ কিছু সহায়ক প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে এই ছবি নির্মাণ প্বরক্লরিয়ায়। জয়া বললেন, জীবনের প্রথম প্রযোজনা এই ছবি নির্মাণ করতে গিয়ে আমার পকেট পাঁকা হয়ে গেছে। তবু আক্ষেপ নেই।
এখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’ নিয়ে এগুচ্ছেন খ্যাতিমান এই অভিনেত্রী।এ প্রসঙ্গে জয়া বলেন, আমাদেরই উদ্যোগ নিতে হবে। কারণ, এই ইন্ডাস্ট্র্রির দুঃখ দুর্দশা আমাদের থেকে কেউ ভালো বুঝবে না।
ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।‘দেবীর’ নিলু চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ আর আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।