আয়না২৪ ডেস্ক
আমরা অনেকই আছি সেলফি তুলতে খুব পছন্দ করি। কিন্তু আমাদের মাঝে অনেক ইয়ং জেনারেশন এর ছেলে মেয়ে আছে যারা আজকাল সেলফি রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। যা খুব এমন খারাপ পর্যায়ে পৌঁছাচ্ছে যে, বিপজ্জনক সেলফি তোলা থেকেও বিরত হচ্ছে না মানুষ। সেলফি তুলতে গিয়ে এখন পর্যন্ত অনেক মানুষ এর প্রান গিয়েছে। তবুও কারো হুঁশ ফেরে না। সম্প্রতি সেলফি তুলতে গিয়ে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে ৬২ তলা ভবন থেকে পড়ে গিয়ে।
একদল গবেষক এ কথাই জানিয়েছেন সম্প্রতি দেশে সমীক্ষা চালিয়ে, বেশ কিছুদিন আগে এই ধরনের একটি খবর সামনে এসেছিল। সেখানে জানানো হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা সেলফি তোলাকে মানসিক ব্যাধি বলে চিহ্নিত করেছেন। পরে অবশ্য জানা যায়, সে খবর ভুয়া। গবেষকরা তবু বিষয়টির উপর নজর রাখা ছাড়েননি। জানা যায়, অ্যাকিউট সেলফাইটিস, ক্রনিক সেলফাইটিস এই দুইটি হলো সেলফি এর আক্রান্ত রোগ।
যারা দিনে তিনটে করে সেলফি তোলেন এবং প্রত্যেকটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তারা অ্যাকিউট সেলফাইটিসে আক্রান্ত। আর ঘণ্টায় ঘণ্টায় যদি কেউ সেলফি তোলেন, আর তা পোস্ট করতে থাকেন, তবে তিনি ক্রনিক সেলফাইটিসে আক্রান্ত। সেক্ষেত্রে এই ধরনের রোগীরা দিনে অন্তত ছটি করে সেলফি তোলেন। কেন এই রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ? এর কারন কি হতে পারে?
ধারনা করা হয় যে, অনেকে আছেন যারা তাদের মন কে সব সময় ভালো রাখার জন্য এমন টা করে থাকেন। আবার জানা গেছে যে আত্মবিশ্বাস বাড়ানো, সামাজিকভাবে নিজেকে সংযুক্ত রাখার জন্য ও এমন টা করে থাকেন। বিচার করতে গেলে দেখা যায় যে সামাজিক বিচ্ছিন্নতাই ক্রমাগত ঠেলে দিচ্ছে সেলফির দিকে। বহু মানুষের উপর সমীক্ষা চালিয়ে শেষমেশ এই সিদ্ধান্তেই উপনীত হয়েছেন গবেষকরা। বিজ্ঞানীরা মনে করেন এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে।