অনলাইন ডেস্ক
আমেরিকার জর্জিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মহাকাশ গবেষণায় এবার নজিরবিহীন এক সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন। গবেষকেরা দাবি করেছেন, এই প্রথম সূর্য ছাড়া অন্য কোনও নক্ষত্রের স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছেন গবেষকরা।
এই ছবিটি তোলা হয়েছে চিলির আতাকামা মরুভূমি থেকে। আর এই ছবি তুলতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইন্টারফেরোমেটিক দুরবীন এবংএটি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির কাছে রয়েছে। গবেষকেরা যে নক্ষত্রটির ছবি তুলেছেন সেটির নাম ‘পাই ওয়ান গ্রুইস’।
গবেষকেরা বলছেন, সূর্য থেকে ৫৩০ আলোকবর্ষ দূরে অবস্থিত তাদের আবিস্কৃত এই নতুন সন্ধান পাওয়া নক্ষত্রটি। আর এই নক্ষত্রের আয়তন সূর্যের চেয়ে ৩৫০ গুণ বড়।
নক্ষত্রটির বিশেষত্ব হচ্ছে, এতে ‘কনভিকটিভ সেলের দেখা পাওয়া দুস্কর। বড় নক্ষত্রগুলো তারাগুলোর আবহমণ্ডল ধূলিকণায় ঢাকা থাকে। তাই পৃথিবী থেকে কোনওভাবেই এর পৃষ্ঠদেশ দেখা বর্তমান প্রযুক্তিতে সম্ভব নয়।