তালতলী ইকোপার্কে কুমিরের আক্রমনে পর্যটকের মৃত্যু

মার্চ ২৫, ২০১৭
Spread the love

আয়না২৪ প্রতিনিধি, তালতলী
বরগুনার তালতলী উপজেলার  টেংরাগিরি সংরক্ষিত বনের সোনাকাটা  ইকোপার্কে কুমিরের আক্রমনে আসাদুজ্জামান রনি (২৯) নামে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্রের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভার সবুজ নগর এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে। বন্ধুদের সঙ্গে তিনি ইকোপার্কে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আজ শনিবার দুপুর পৌনে ১ টার দিকে আসাদুজ্জামান, তাঁর খালাতো ভাই আল আমিন, বন্ধু আবু সালেহ ও বন্ধুর স্ত্রী লাইজু বেগমসহ পাঁচজন সোনাকাটা ইকোপার্কে ঘুরতে আসেন। এসশয় তাঁরা কুমির দেখার জন্য প্রজনন কেন্দ্রের পুকুরে কাছে যান। কিন্তু পুকুরে কুমির না দেখে আসাদুজ্জামানসহ তিন জন কুমির প্রজননকেন্দ্রের পুকুরে নিরাপত্তা বেষ্টনির ভেতরে প্রবেশ করেন। পরে এসময় আসাদুজ্জামান পুকুরের পানিতে হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকলে পুকুরের তীঁরে ঝোপের মধ্যে ওৎপেতে থাকা কুমির গিরি (পুরুষ) আসাদুজ্জামানকে থাবা দেয়। কুমিরটি আসাদুজ্জামানের হাত কামড়ে ধরে। এ সময় তাঁর খালাতো ভাই ও বন্ধু আসাদুজ্জামানকে অপর হাত ধরে কুমিরের মুখ থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। কুমির গিরি আসাদুলকে নিয়ে পুকুরের মধ্যে চলে যায়। 
খবর পেয়ে পুলিশ, কোষ্টগার্ড সদস্যরা দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে যায়। বিকেল সাড়ে তিনটার দিকে কোষ্টগার্ড, পুলিশ এবং স্থানীয় লোকজন রশির সঙ্গে নোঙ্গর (গেরাফি) বেঁধে দেশীয় পদ্ধতিতে আসাদুজ্জামানের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৈছিফ আহম্মেদ ও ফকিরহাটের কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হাওলাদার জানান, লাশের ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।